ads

আপনি কি অপরাধ বোধে ভুগছেন? নিজেকে চৌকিদার বলায় মোদিকে ফের কটাক্ষ রাহুলের I UBG NEWS


ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদি নিজেকে যতবার চৌকিদার প্রমান করতে চান, ততবারই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। আসন্ন নির্বাচনী প্রচারে এক ভিডিও পোস্ট করেছেন বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদি। সেখানেই তিনি নিজেকে চৌকিদার বলছেন।আর এই প্রচার ট্যুইট ঘিরে আবার দানা বাধল চৌকিদার বিতর্ক ৷

ঘটনায় ফের মোদিকে একহাত নিয়ে ট্যুইট করলেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী৷ ট্যুইটের সঙ্গে পোস্ট করেছেন একটি গ্রাফিক্স কার্ডও ৷ সেখানে বিজয় মালিয়া, নীরব মোদির মতো মোস্ট ওয়ান্টেডদের ছবি রয়েছে ৷ সঙ্গে রাহুল লেখেন, ‘এটা মিস্টার মোদির রক্ষণাত্বক ট্যুইট ৷ আপনি কি আপরাধবোধে ভুগছেন?’

ট্যুইটারে মোদি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজেকে চৌকিদার বলায় কটাক্ষ করেন রাহুল। এর আগে ২০১৪ সালের নির্বাচনের সময় মণিশঙ্কর আইয়ারের ‘চায়েওয়ালা’ মন্তব্যকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ এর আগে সভা সমিতিতে নিজেকে দেশের চৌকিদার বলে বহুবার গলা চড়িয়েছেন মোদি ৷ এবারের নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর সেই ‘দাবি’ নিয়ে খোঁচা দিয়েছে বিরোধী দল ৷ রাহুল গান্ধিও একাধিকবার নরেন্দ্র মোদিকে ‘চোকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করেছেন৷

শুধু তাই নয়, বারবার রাহুল বলেছেন প্রধানমন্ত্রী গবীরদের চৌকিদার নন, তিনি নীরব মোদি-বিজয় মালিয়াদের মতো বিত্তবান মানুষদের চৌকিদার ৷ রাফাল নথি নিয়েও সুর চড়িয়েছেন রাহুল৷ দিন কয়েক আগেই বিরোধী নেতা মন্তব্য করেছিলেন, ‘রাফালের তথ্য গায়েব হয়ে গেল ! তাহলে সত্যি নথি ছিল ? রাফাল ফাইলে প্রধানমন্ত্রীর নাম রয়েছে ৷ সব তথ্য সুরক্ষিত রাখা সরকারের কাজ ৷ রাফালের দাম বেশির কথা উল্লেখ ছিল ফাইলে৷’

Post a Comment