ads

ভোটের আগে ‌গুজব রুখতে কড়া হোয়াটসঅ্যাপ I UBG NEWS


ওয়েব ডেস্কঃ  গুজব, ভুয়ো খবর রুখতে আরও পদক্ষেপ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। গুজব ছড়িয়ে পড়ে আগুনের মতো। মাশুল গুনতে হয় জনতাকে। আজেবাজে খবর রুখতে পদক্ষেপ গ্রহণের কথা শোনালেন ভারতে হোয়াটসঅ্যাপের দায়িত্বপ্রাপ্ত প্রধান অভিজিৎ বসু। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সংস্থার মৌলিক দায়িত্ব বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, ‌‘আজেবাজে খবর সীমাবদ্ধ করতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সচেতন করতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আগে যা হয়নি। আমরা যা করেছি তা যথেষ্ট, আরও অনেক কিছু করব। সাধারণভাবে নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার সময় আরও অনেক কিছু শুনব, জানব।’‌ তিনি আরও বলেন, ‘‌হোয়াটসঅ্যাপ পেমেন্ট চালু হতে চলেছে। টাকা ট্রান্সফারের সহজ পদ্ধতি। এর সুবাদে ডিজিটাল অর্থনীতির অংশীদার হবেন আমজনতা।’‌
গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা বেড়েছে হোয়াটসঅ্যাপের দৌলতে, ৭৭ শতাংশ আরও কর্মী নিয়োগ করতে সমর্থ হয়েছেন। হোয়াটসঅ্যাপের ভাল বাজার ভারত। মাসে ২০০ মিলিয়ন ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। দুনিয়া জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১.‌৫ বিলিয়ন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর ছড়াতে দেরি হয় না। গুজব ছড়িয়ে পড়ে হু–হু করে। গত বছরেই এর জেরে সরকারের কোপে পড়তে হয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে। গণপিটুনির ঘটনা সংক্রান্ত গুজব হোয়াটসঅ্যাপ, ফেসবুকের দৌলতে ছড়িয়ে ছিল। সরকারের ধমক খেয়েই আজেবাজে খবর রুখতে গ্রিভান্স অফিসার নিয়োগ করতে বাধ্য হয় সংস্থা। একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ক’‌জনকে মেসেজ পাঠাচ্ছে নজর রয়েছে সেদিকে।‌‌

Post a Comment