ads

নুসরতে উচ্ছ্বসিত বসিরহাট I UBG NEWS


বসিরহাট: জল্পনা চলছিলই। মমতা ব্যানার্জির ঘোষণার অপেক্ষায় ছিল বসিরহাট। নুসরত জাহানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। তৃণমূলের নীচুতলা থেকে সর্বস্তরের কর্মী–‌সমর্থকেরা এই রকম একটি সেলেব্রিটি–‌মুখ চাইছিলেন। বসিরহাটের তৃণমূল কর্মীদের হতাশ করেননি নেত্রী।

তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক পিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার বলেন, ‘‌নুসরত চলচ্চিত্র–‌জগতের মানুষ এবং অরাজনৈতিক মুখ। এতে দলের কর্মীদের পছন্দ–‌অপছন্দের ব্যাপারটা আর থাকছে না‌।’‌ তিনি বলেন, ‘‌এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ৯৫ হাজার নতুন ভোটার। সেই দিক থেকে নতুন প্রজন্মের ভোট তৃণমূলের পক্ষে আসবে‌।’‌ বসিরহাট দক্ষিণের বিধায়ক, ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, ‘‌বসিরহাটের মানুষ নুসরত জাহানকে প্রার্থী করায় খুশি। বসিরহাটের উন্নয়ন আরও গতি পাবে‌। কর্মীরা প্রচারে নেমে পড়েছেন।’‌ তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা স্টিয়ারিং কমিটির সদস্য কৌশিক দত্ত বলেন, ‘‌আমরা নেত্রী মমতা ব্যানার্জি, ববি হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধায়ক দীপেন্দু বিশ্বাসের কাছে কৃতজ্ঞ এই রকম একজনকে প্রার্থী উপহার দেওয়ার জন্য। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মীদের উৎসাহ অনেক বেড়ে গেছে।’

Post a Comment

0 Comments