ads

পূর্ব ঘোষণা সত্ত্বেও পিছোতে পারে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ I UBG NEWS


ওয়েব ডেস্ক: কংগ্রেসের অনুরোধে পিছোতে পারে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা। তবে এদিন বাম-কংগ্রেসের বৈঠকে জট কাটার সম্ভাবনা প্রবল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে। একটি সূত্র বলছে, পূর্ব ঘোষণা সত্ত্বেও পিছিয়ে যেতে পারে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা। সেক্ষেত্রে আগামী শনিবার বামেদের প্রার্থী তালিকা ঘোষিত হতে পারে।
যদিও ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব চাইছে আজ, বুধবার বামফ্রন্টের বৈঠকের পরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বুধবার বাম ও কংগ্রেস বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে, কংগ্রেস নেতৃত্বের অনুরোধে বামেরা প্রার্থী তালিকার ঘোষণা পিছিয়ে দিতে পারে। ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব এখনও পুরুলিয়া আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ।
এই পরিস্থিতিতে আজ প্রথমে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হবে। সেই বৈঠকের পর বামফ্রন্টের বৈঠক হবে। বিকেলে বামফন্ট নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসবেন।

Post a Comment

0 Comments