ads

গাড়িতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করেন বিজেপি রাজ্য সভাপতি, থানায় অভিযোগ দায়ের I UBG NEWS

ওয়েব ডেস্ক : গাড়িতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল। রবিবার দলের ‘‌বিজয় সঙ্কল্প যাত্রা’‌–য় ‘পুলিশ’ স্টিকার সাঁটা গাড়িতে চড়ে বিপাকে বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ওই বিষয়ে তাঁর নামে বর্ধমান ও দুর্গাপুর থানায় দু’টি অভিযোগ দায়ের হয়েছে। তার পরেই পুলিশ সাদা–হলুদ রঙের ‘WB 08 B 6307’ নম্বরের গাড়িটি সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে। প্রশ্ন এই যে, কী করে দিলীপ ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করলেন। আরও প্রশ্ন, একটি প্রাইভেট গাড়িতে কী করে ‘পুলিশ’ স্টিকার লাগানো থাকে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে জেলা পুলিশ। গাড়িটির মালিক কে, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। রবিবার দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে দলীয় কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। বাইক মিছিলের অনুমোদন না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের বাদানুবাদও হয়। তার কিছু বিতর্কিত গাড়িটিতে চড়ে সেখানে পৌঁছন দিলীপ। গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন বিজেপি–র রাজ্য সভাপতি। চালকের সামনে উইন্ডস্ক্রিনে সাঁটা ছিল ইংরেজিতে ‘পুলিশ’ লেখা স্টিকারটি। ড্যাশবোর্ডে রাখা ছিল বিজেপি–র পতাকা। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতারা মুখ খুলতে রাজি হননি। দিলীপ অবশ্য বলেন, ‘স্টিকার নয়। সাদা কাগজে পুলিশ লিখে লাগানো ছিল। গাড়িতে নিরাপত্তারক্ষী (পিএসও) ছিলেন।’ দিলীপের যুক্তি, গাড়িতে রক্ষী থাকার বিষয়টি যাতে বাইরে থেকে দেখে বোঝা যায়, সে কারণেই সামনে ‘পুলিশ’ লেখা। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক মোদি এদিন বলেন, ‘‌অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।’‌ পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘গাড়িটি সম্পর্কে খোঁজখবর করা শুরু হয়েছে।’‌ দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক তৃণমূল সমর্থক।
বিজেপি রাজ্য সভাপতির গাড়িতে কী করে একসঙ্গে দলীয় ও পুলিশ লেখা স্টিকার? এই নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। পশ্চিম বর্ধমানের বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের নেতৃত্বে জমায়েত হলেও, র‍্যালির অনুমতি দেয়নি পুলিশ।

Post a Comment

0 Comments