ads

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কানহাইয়া কুমারের বিরুদ্ধে মামলা দায়ের I UBG NEWS

ওয়েব ডেস্ক: কানহাইয়া কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হল আদালতে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে বিহারের কিষাণগঞ্জের আদালতে অভিযোগ দায়ের হল। এ অভিযোগ দায়ের করেন বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি টিটু বরওয়াল। তিনি মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে মামলা রুজু করেছেন।
বিজেপি নেতার অভিযোগ, সোমবার কিষাণগঞ্জের অঞ্জুমা ইসলামিয়া হলে প্ররোচনামূলক মন্তব্য করেছেন কানহাইয়া কুমার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে মামলাটি গ্রহণ করেছে আদালত এবং নির্দিষ্ট সময়ে সেটির শুনানি হওয়ার কথাও জানানো হয়েছে।
প্রাক্তন এই ছাত্রনেতা বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইয়ের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন বলে খবর। এর আগে এআইএসএ বা আইসা-র সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Post a Comment

0 Comments