ads

বিধায়ক খুনের মামলায় ৩০ এপ্রিল পর্যন্ত মুকুল রায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিআইডিঃ আদালত I UBG NEWS

নিউজ ডেস্কঃ  সম্প্রতি সরস্বতী পুজোর দিন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের পর থেকেই উঠে এসেছে একের পর এক তথ্য। প্রশ্ন উঠতে থাকে এই খুনের সাথে কারা যুক্ত? যদিও এই বিধায়ক খুনের পর পার্থ চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হন।

তিনি জানান, 'ভাল সংগঠক ছিলেন সত্যজিত বিশ্বাস। পরিকল্পনা করে খুন করা হয়েছে। এলাকা দখলের লড়াইয়ের ফলে এই খুন। যে অনুষ্ঠানে তাঁকে খুন করা হয়, সেখানে প্রায় ৮-১০ বার লোডশেডিং হয়েছিল। এটা বিজেপির কাজ।'

যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, সিবিআই তদন্ত হলে সব বোঝা যাবে। শেষে দেখা যাবে এই ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত আছেন। এইভাবে দোষারোপ-পাল্টা দোষারোপের পর্ব চলতে থাকে। তবে প্রথম থেকেই বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধেই আঙুল উঠেছিল এই খুনের ঘটনাকে কেন্দ্র করে।

এবার সত্যজিত বিশ্বাসের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষাতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি। এর পাশাপাশি এও বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নদীয়ায় প্রবেশ করতে পারবেন না বিজেপি নেতা মুকুল রায়। এই ৩০ এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপও নিতে পারবে না সিআইডি।

Post a Comment

0 Comments