ads

কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী আক্রমণের মুখে নিরাপত্তাবাহিনী, গুলির লড়াইয়ে মৃত্যু ৪ জওয়ানের I UBG NEWS


ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে নিরাপত্তা বাহিনী। রাজ্যের হান্দওয়াড়ায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৪ জওয়ান প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন এক সাধারণ নাগরিকও। জখম আরও ৩ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লড়াই এখনো চলছে বলে খবর।
শহিদের মধ্যে সিআরপিএফ জওয়ান ছাড়াও কাশ্মীর পুলিশের কনস্টেবল রয়েছেন। অভিনন্দনের ভারতে ফেরার দিনই ফের জঙ্গিহানা ভূস্বর্গে ৷ হান্দওয়ারাতে শুক্রবার বিকেল থেকে শুরু হয় গুলির লড়াই ৷ অন্যদিকে, কুপওয়ারাতেও চলছে গুলির লড়াই৷  জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ১জন স্থানীয় বাসিন্দারও ৷ গোটা এলাকাটি ঘিরে ফেলছে পুলিশ ৷ চলছে চিরুনি তল্লাশি ৷
শুক্রবার সকালে বাবাগুন্দ গ্রামেও শুরু হয় গুলির লড়াই ৷ ভারতীয় সেনার গুলিতে খতম হয় ২ জঙ্গি৷ গুরুতর আহত হয়েছেন ৫ সেনা জওয়ান৷ ওই এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ ৷

Post a Comment

0 Comments