ads

শহিদদের জন্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল উত্‍সর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।UBG NEWS

UBG NEWS, ওয়েব ডেস্ক : শহিদদের জন্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল উত্‍সর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইন্ডিয়া গেট কমপ্লেক্সে কাছে ৪০ একর জমিতে তৈরি এই মেমোরিয়ালের উদ্বোধন হতে চলেছে। দেশকে রক্ষার স্বার্থে জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের উদ্দেশ্যে এই মেমোরিয়াল।

জানা গিয়েছে, এই মেমোরিয়ালের কেন্দ্রে রয়েছে ১৫ মিটার উঁচু স্মারক স্তম্ভ। এতে শহিদদের নাম এবং ২১ পরমবীর চক্র বিজেতার মূর্তি থাকবে। স্মারক চার চক্রে রয়েছে অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র, রক্ষক চক্র। স্মারকের নিচের অংশ অমর জওয়ান জ্যোতির মতো করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রথমবার ন্যাসনাল ওয়ার মেমোরিয়াল তৈরির প্রস্তাব দেওয়া হয়।

শেষ পর্যন্ত ২০১৫ সালের অক্টোবরে মোদী সরকার এই স্মারক নির্মাণের অনুমতি দেন বলে জানা যায়।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেন, দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে এই মেমোরিয়াল। ২৫,৯৪২ শহিদের নাম, পদমর্যাদা এই মেমোরিয়াল উল্লিখিত থাকবে।
প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রথমবার ন্যাসনাল ওয়ার মেমোরিয়াল তৈরির প্রস্তাব দেওয়া হয়।

শেষ পর্যন্ত ২০১৫ সালের অক্টোবরে মোদী সরকার এই স্মারক নির্মাণের অনুমতি দেন বলে জানা যায়।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেন, দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে এই মেমোরিয়াল। ২৫,৯৪২ শহিদের নাম, পদমর্যাদা এই মেমোরিয়াল উল্লিখিত থাকবে।

Post a Comment

0 Comments