ads

স্কুলের ভেতরেই মদ্যপান নবম শ্রেণির দুই ছাত্রীর ¦ UBG NEWS

UBG NEWS, ওয়েব ডেস্ক : সফট ড্রিঙ্কসের বোতলের আড়ালে মদ‍্যপান। হ‍্যা, সম্প্রতি এমনই এক কান্ড ঘটিয়েছে অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলের দুই ছাত্রী। ক্লাস নাইনের পড়া ওই দুই ছাত্রীর হাতে একটি কোল্ড ড্রিংকসের বোতল দেখতে পায় অনেকে। কিছু সময় অন্তর অন্তর বোতলে থাকা ত‍রলে চুমুক দিলে সন্দেহের দানা বাঁধে বাকীদের।

এরপর সেই পানীয়ের ঘ্রান নিয়ে বোঝেন তা কোল্ড ড্রিংকস নয় এবং পরবর্তী সময়ে বোতল পরীক্ষা করা হলে জানা যায় তাতে মদ মেশানো আছে।

এবিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক জানিয়েছেন, একই রকম আগেও করেছিল ওই দুই ছাত্রী। অর্থাৎ তাদের ক্লাসে বসে মদ‍্যপানের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু হঠাৎ কেন মদের প্রতি আসক্ত হয়ে উঠলো তারা।

আসলে তাদের বাবারা মদের প্রতি আসক্ত এবং তাদের মদের বোতল থেকে তলানিতে পড়ে থাকা মদ খেতে খেতে ক্রমশ নেশাতুর হয়ে ওঠে ওই দুই ছাত্রী।ইতিমধ্যে তাদের বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন 👍 

Post a Comment

0 Comments