ads

নিশিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি UBG NEWS

UBG NEWS,  নিশিগঞ্জ : মঙ্গলবার ভোর ৪ টের সময় নিশিগঞ্জের নলঙ্গিবাড়ি এলাকায়  এক অচেনা যুবক সেখানে ঘোরাফেরা করছিল।  তখন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় চুরি করার উদ্যেশে সে হয়তো  ঘোরাফেরা করছে । তখন সেখানকার বাসিন্দারা তাকে ধরে মারধর করে । পড়ে সেখানকার কিছু  ব্যাক্তি ওই যুবককে আহত অবস্থায় নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে ।এই ঘটনায় উত্তেজনা ছড়ায়     এলাকায় ।
 পড়ে খবর পেয়ে সেখানে পুলিশ যায় । পুলিশ জানিয়েছেন পড়ে ওই যুবককে চিকিৎসার পর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে ।
পুলিশ সূত্রে জানা যায় ব্যাক্তির নাম মনোজ বর্মণ , তার বাড়ি শীতলকুচির গোঁসাই হাটএলাকায় ।
ঠিক কি কারণে লোকটি সেখানে ঘোড়াফিরা করছিল তা এখনো জানা যায়নি।

Post a Comment

0 Comments