ads

নিশিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ¦ UBG NEWS

UBG NEWS, নিশিগঞ্জ : "মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জের নলঙ্গিবাড়ি এলাকায় স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, ৯ মাস আগে বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ির বাসিন্দা মাম্পি বর্মণের (২১) সঙ্গে নিশিগঞ্জের নলঙ্গিবাড়ির বাসিন্দা সিন্টু বর্মণের (২৭) বিয়ে হয়।

মাম্পির পরিবারের অভিযোগ, বিয়েতে এক লাখ টাকা পণ দেওয়া হয়। কিন্তু বিয়ের পর আরও ৫০ হাজার টাকা পণের দাবিতে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। সিন্টু প্রায়ই দিনই মদ খেয়ে এসে স্ত্রীকে পেটাত।

মাম্পির বাবা বলেন, গতকাল মেয়ের অসুস্থতার খবর পেয়ে ওর শ্বশুরবাড়ি যাই। গিয়ে দেখি মেয়ে আর বেঁচে নেই। চাহিদা মতো পণ না দেওয়ার কারণেই মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই ও তার বাড়ির লোকজন।"

যদিও ছেলের বাড়ির লোকদের দাবি, অসুস্থতা থেকে মানসিক অবসাদের জেরে মাম্পি আত্মহত্যা করেছে।

ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত সিন্টু বর্মণকে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। অভিযোগের ভিত্তিতে সিন্টু বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ। 

Post a Comment

0 Comments