ads

নয়া ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না, অমিত I UBG NEWS

নিউজ ডেস্ক : নয়া ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না। এদিন সার্জিক্যাল স্ট্রাইক ২ এর কথা প্রকাশ্যে আসতেই এই ঘোষণা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, আমাদের নতুন ভারত কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপকে বরদাস্ত করবে না। সেইসঙ্গে বায়ুসেনাকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত।
ভারতীয় সেনা মঙ্গলবার সকালে বালাকোটে জইশ ই মহম্মদের ঘাঁটিতে নন মিলিটারি প্রিম্পটিভ অ্যাকশন চালায়। সরকারের কাছে খবর ছিল আরো বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জইশ। এই কারণে ভারতীয় বায়ুসেনা তাদের ঘাঁটি তছনচ করে দেয়। অমিত শাহ ছাড়াও নানা মহল থেকে বায়ু সেনার প্রশংসা করা হয়েছে। বাদ যায়নি বলিউডও।

Post a Comment

0 Comments