ads

বৃক্ষরোপণ কর্মসূচী পালিত I UBG NEWS

তুফানগঞ্জ,নিজস্ব প্রতিনিধি,২২ফেব্রুয়ারীঃ স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য কাসিরডাঙ্গার পিন্টু দাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হল।  সমাজসেবার কাজ কোন দিনেও ভোলেনি বিডিও(ব্লাড ডোনার অর্গানাইজেশন) স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
সমাজের কিছু বৃক্ষরোপনের মাধ্যমে  ভালো কাজে  যুক্ত থাকার বার্তা দিয়েছেন কাসিরডাঙ্গার পিন্টু দাস। তিনি বলেন, আমরা গত ১৪ই ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে গাছ লাগালাম কাসিরডাঙ্গা হরিমন্দির মাঠ চত্বরে ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য পিন্টু দাস,মিন্টু দাস,মদন দাস,সোম্বার দাস,সাইমামুন আহমেদ, স্বপন দাস প্রমুখ। বিবেকানন্দ বলেছেন "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর " উক্ত কর্মসূচী পালনে ধন্যবাদ তথা কুর্নিশ জানিয়েছেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের অন্যান্য  সদস্যরা।

Post a Comment

0 Comments