Ad
রায়গঞ্জ

ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির উদ্যোগ রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের

এই বিজ্ঞাপনের পরে আরও খবর রয়েছে

ইউবিজি নিউজ :-আলুর দাম নিয়ন্ত্রণে, সাধারণ মানুষের স্বার্থে, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ শহরে ভ্রাম্যমান বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা শুরু হলো। সোমবার রায়গঞ্জ বাণিজ্য ভবনের সামনে থেকে ভ্রাম্যমান আলু বিক্রয়কেন্দ্রটি চালু করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “করোনা আবহের মধ্যেও বাজারে আলুর দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষ বাজারে আলু কিনতে গেলে হিমসিম খাচ্ছেন।

Ad

তাই বাজারের থেকে কম দামে, ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির করার উদ্যোগ নেওয়া হয়েছে। গরীব মানুষ থেকে মধ্যবিত্তরা অন্তত যাতে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকতে পারেন, তার জন্যই চেষ্টা করা হচ্ছে।”

এই ভ্রম্যমান আলু বিক্রয় কেন্দ্রটি রায়গঞ্জ শহরের বিভিন্ন ওলিতে গলিতে ঘুরে বেড়াবে। অন্যদিকে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহর রায়গঞ্জের সাধারণ মানুষ।

আরও পড়ুন